আহত শিক্ষার্থীরা জানায়, বাসটি কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে বিত্তিপাড়ার আগে ফাঁকা মাঠে বাসটি উল্টে যায়। এতে ওই বাসটিতে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
ইবির চিফ মেডিক্যাল অফিসার সিরাজুল ইসলাম বলেন, 'একজনের আঘাত কিছুটা সিরিয়াস হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে আমাদের নিজস্ব চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।'
এ ঘটনায় আহতদের সংখ্যা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) আল-মামুন বলেন, 'সেখানে পুলিশের ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনও জানা সম্ভব হয়নি।'