রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

এখন জনপদে
0

রাজশাহীর খড়খড়িতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাকের সঙ্গে দুইটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় রাস্তার পাশের খাদে পড়ে যায় একটি বাস। আহত হয়েছেন অন্তত ২০ জন।

গতকাল (রোববার, ৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মহানগর জামায়াতের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, হতাহতদের সবাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী।

দুইটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। পিরোজপুর থেকে ফেরার সময় রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে জামায়াতের নেতাকর্মীদের বহনকারী বাসের সঙ্গে একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ধাক্কায় ট্রাকটি পেছন দিকে সরে এলে দুমড়ে-মুচড়ে আগুন লেগে যায় অপর একটি বাসে। ঘটনাস্থলেই নিহত হন ২ জন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।

তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন।

ইএ