আজ (শনিবার, ২৮ মার্চ) উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের ৯ ওয়ার্ডের পালিবটতলী গুচ্ছগ্রাম এলাকায় এতিম অসহায় পথ শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক তুলে দেন সংগঠনটির সদস্যরা।
সংগঠনটি দীর্ঘ সময় ধরে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মিল্লাত আহমেদ, মুখপাত্র রাতুল হাসনাত সহ সংগঠনের সদস্য মেহেদী, নাফিস, ফাহিম, সেতু, আলমগীর সহ সকল সদস্য।
উদ্দীপ্ত তরুণ সংগঠনের সাবেক সভাপতি মিল্লাত আহমেদ ও মুখপাত্র মো. রাতুল হাসনাত বলেন, 'আমরা আমাদের টিফিনের টাকা, বাবা মার দেওয়া খরচের টাকা বাঁচিয়ে আমরা এসব কাজ করে থাকি এবং এসব সেবা মূলক কাজে অনেকেই অর্থ জোগান দেয়। আমরা গুচ্ছ গ্রামে এসেছি এখানে মূলত এতিম, অসহায় বাচ্চারা বসবাস করে। তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই আয়োজন।'
উদ্দীপ্ত তরুণ সংগঠনের সভাপতি নাইম হোসেন বলেন, 'আমরা দীর্ঘ দিন থেকে ছিন্নমূল, অসহায় ও পথ শিশুদের পাশে কখনো এক বেলার খাবার, কখনো ইফতার নিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করি আজ উদ্দীপ্ত তরুণের পক্ষ থেকে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত ছিন্নমূল ও পথশিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশে তাদের মাঝে আমরা ঈদের নতুন পোশাক বিতরণ করলাম। এবারই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ৫৫ জন সুবিধাবঞ্চিত অসহায় শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করলাম।'