বিজিবি'র তথ্যানুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের সদর উপজেলার ডুলরা সীমান্ত থেকে একটি স্টিলবডি নৌকাসহ এক হাজার ৯০ কেজি ভারতীয় চিনি, ৭৮ কেজি ভারতীয় জিরা, ৮৪০ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৪২ হাজর ৯০০ টাকা।
এছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত এলাকা থেকে ৩২৪ কেজি ফুসকা, ২২ কেজি ভারতীয় চিনি এবং তাহিরপুরের চাঁরাগাও থেকে দুই হাজার কেজি কয়লা যার বাজারমূল্য ৪০ হাজার ও চাঁনপুর সীমান্ত এলাকা থেকে ৭৫০ কেজি ফুসকা জব্দ করা হয়। যার মূল্য এক লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সুনামগঞ্জের প্রতিটি সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। আজকে ভোর রাতে সুনামগঞ্জের তিন উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২০ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।’