চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজে চুরির প্রস্তুতিকালে ১৭ জন আটক

অপরাধ ও আদালত
এখন জনপদে
0

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে চুরির প্রস্তুতির সময় ১৭ জনকে আটক করেছে নৌবাহিনী। রাতে সাগরের কুতুবদিয়া পয়েন্টে তাদেরকে আটক করা হয়। এ সময় বেশকিছু দেশিয় অস্ত্র ও ট্রলার জব্দ করা হয়।

নৌবাহিনী জানায়, বন্দরের ববহির্নোঙরসহ নৌপথে বিভিন্ন জায়গায় একটি সংঘবদ্ধ চোরের দল দেশি-বিদেশে জাহাজে চুরি করতো। এতে পণ্যের ক্ষতির পাশাপাশি চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি বিশ্বের দরবারে ক্ষুণ্ন হয়।

বিশেষ করে বিদেশে কোন জাহাজে চুরি, ডাকাতি হলে সেটি আন্তর্জাতিকভাবে বন্দরের নামে গণনা করা হয়। নৌবাহিনীর বানৌজা সুরমা জাহাজ গতরাতে টহলের সময় মাছ ধরার একটি ট্রলারকে সন্দেহ হলে ধাওয়া করে।

এ সময় ১৭ জনকে আটকের পাশাপাশি দেশিয় অস্ত্র ও ট্রলার জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইএ