এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন আলেম-ওলামা ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এর ফলে মহাসড়কের দুইপাশে অন্তত এক কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৬ ও ২০২১ সালে পৃথক সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় ৭৫টি মামলা হয়। এ সব মামলায় ৩ হাজারেরও বেশি হেফাজতে ইসলামের নেতাকর্মী ও আলেম-ওলামাদের আসামি করা হয়।
এ সব মামলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছে উল্লেখ করে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ও আলেম-ওলামারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আগামী রোববার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করবেন।