আজ (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) বেলা একটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় অবরোধ গড়ে তোলেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
আন্দোলনকারীরা জানান, গত ২০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ হোসেন স্বাক্ষরিত ৪২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেয়া হয়। গুরুত্বপূর্ণ পদে আন্দোলনের সাথে জড়িতদের না রেখে ছাত্রলীগের সাথে জড়িত অন্তত ২০ জনকে কমিটিতে রাখা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন আন্দোলনকারীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদ্য পদত্যাগকারী সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে একটি ভুয়া ও ভিত্তিহীন কমিটি গঠন করে। ওই কমিটি সেদিন রাতেই ভেঙে দিয়ে আবার একটি নতুন কমিটি গঠন করা হয়। এই দুইটি কমিটিতেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও জুলাই আন্দোলনে বিরোধীদের দায়িত্বশীল পদে পুনর্বাসন করা হয়।’
তিনি আরো বলেন, ‘এ অনিয়ম আমরা মেনে নিতে না পেরে আজ সাধারণ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল করে যোগ্যদের দিয়ে কমিটি গঠন না করলে বৃহত্তর আন্দোলন করা হবে।’
অবরোধ তুলে নেওয়ার পর মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের বাণিজ্যিক ভবন ভাঙচুর করা হয়।