নিহত যুবকের নাম ইয়াসিব। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোলাপ নগর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। আহত ব্যক্তির নাম সালাউদ্দিন। তিনি একই উপজেলার বাসিন্দা।
বরংগাইল হাইওয়ে পুলিশের এসআই ইসরাফিল জানান, ইয়াসিব ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে শিবালয়মুখী ছিলেন। একই সময় একটি কাভার্ডভ্যান পাটুরিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ধুলন্ডী এলাকায় কাভার্ডভ্যানটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক ইয়াসিব ঘটনাস্থলেই নিহত হন এবং আরোহী সালাউদ্দিন গুরুতর আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক চালক কাভার্ডভ্যানসহ পাটুরিয়ায় পালিয়ে যান। পরে সেখান থেকে তাকে কাভার্ডভ্যানসহ আটক করা হয়। আহত সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।