দিনাজপুরের নবাবগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

অপরাধ ও আদালত
এখন জনপদে
0

দিনাজপুরের নবাবগঞ্জে ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে ইউনিয়ন ছাত্রলীগের নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) ভোর রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. মতিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দাউদপুর এলাকার মৃত আবু বকরের ছেলে আবু তাহের বকুল ( ৪০), আওয়ামী যুবলীগ নেতা ও উপজেলার পারহরিণা গ্রামের আবুল হোসেনের ছেলে খাইরুল ইসলাম ( ৩৩), নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভাদুরিয়া ইউনিয়নের সহ-সভাপতি।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. মতিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। যথাসময়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।’

এএইচ