নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. মতিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দাউদপুর এলাকার মৃত আবু বকরের ছেলে আবু তাহের বকুল ( ৪০), আওয়ামী যুবলীগ নেতা ও উপজেলার পারহরিণা গ্রামের আবুল হোসেনের ছেলে খাইরুল ইসলাম ( ৩৩), নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভাদুরিয়া ইউনিয়নের সহ-সভাপতি।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. মতিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। যথাসময়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।’