শিকড়
সংস্কৃতি ও বিনোদন
Print Article
Copy To Clipboard
0
হারিয়ে যাচ্ছে বগুড়ার আঞ্চলিক শব্দ আর ভাষাগুলো
বগুড়া
হামি, তুমি, মুই হামরা। গান, গল্প, কবিতা আর উপন্যাসেও তেমন ঠাঁই নেই এই ভাষার। শুদ্ধ ভাষার চর্চা করতে গিয়ে দিনকে দিন প্রমিত ভাষা কেড়ে নিচ্ছে মায়ের মুখ থেকে শেখা এমন শব্দ আর আঞ্চলিক ভাষাগুলো। আঞ্চলিক স্বাতন্ত্র রক্ষায় এই ভাষাগুলো বাঁচাতে দরকার পৃষ্ঠপোষকতা।
এসএস
আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর