সংগীত পরিচালক হিসেবে ২০২২ সালে নুহাশ হুমায়ূনের রচনা ও পরিচালনায় ভৌতিক ওয়েব সিরিজ ' পেট কাটা ষ'-এর পর চরকিতে এটি অভিষেকের দ্বিতীয় কাজ। ৭ পর্বের খুন আর রহস্যে ঠাসা এই গল্পে তার সুর দিয়েছে এক ভিন্ন উপস্থাপনা।
অভিষেক ভট্টাচার্য বলেন, 'ইউনিক একটি গল্প। এরকম স্ক্রিপ্ট একজন সুরকারের জন্য স্বপ্নের মতো। সালজার ভাই ভীষণ ট্যালেন্টেড একজন মানুষ। উনি ভীষণ হেল্পফুল আর কাজের ক্ষেত্রে আমাকে অনেক স্বাধীনতা দিয়েছেন। তার থেকে অনেক কিছু শেখার আছে।'
সিরিজে এলিটা করিমের কন্ঠে 'মহাকাল' শিরোনামের গানটির প্রযোজনা ও সুরকার তিনি। এছাড়া নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য ও বাংলাদেশ থেকে হলিউডে রিলিজ হওয়া প্রথম চলচ্চিত্র 'ফরেইনার্স ওনলি' এর সুরকার তিনি।
মিস্ট্রি, টাইম ট্রাভেল, সাইন্স ফিকশন ঘরোনার এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা সোবহানসহ আরও প্রমুখ শিল্পীরা।
সিরিজটির চরকিতে রিলিজ হয়েছে আজ রাত ৮টায়।