সংস্কৃতি ও বিনোদন
0

মার্সেলের সঙ্গীতায়োজনে আসছে লুৎফর হাসানের ৭ গান

কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার ও লেখক লুৎফর হাসান এ সময়ের আলোচিত সঙ্গীত পরিচালক শাহরিয়ার মার্সেলের সঙ্গে আনছেন নতুন ৭টি গান। এরই মধ্যে বেশ কিছু গানের সুর ও সঙ্গীতায়োজনের কাজ শেষ করেছেন দু’জনে।

বুড়িগঙ্গার হাওয়া, ঘরছাড়া, হইবা নাকো, কার ঘরেতে খিলসহ সবগুলো গানের কথা লিখেছেন সঙ্গীতশিল্পী লুৎফর হাসান নিজেই। যৌথভাবে মার্সেলের সঙ্গে সুরও করেছেন শিল্পী। পুরো সঙ্গীতায়োজনে রয়েছেন শাহরিয়ার মার্সেল।

নতুন এ প্রজেক্টের বিষয়ে লুৎফর হাসান বলেন, 'এতগুলো গান অ্যালবামের বাইরে একসঙ্গে আগে সেভাবে করা হয়ে ওঠেনি। এ প্রকল্পের প্রতিটি গানের ভিন্নতার ছাপ তুলে চেষ্টা করা হচ্ছে। মেলো-রোমান্টিক থেকে শুরু করে লোক সুরের আদলেও এ গানগুলো রেকর্ড করা হচ্ছে। সময়ের চাহিদা পূরণ এবং নতুনত্ব তুলে ধরার প্রয়াসেই এ আয়োজন।'

তিনি বলেন, 'মার্সেল প্রতিভাবান ও পরীক্ষিত সংগীত পরিচালক। নিজস্বতা ধরে প্রতিটি গানে নতুনত্ব যোগ করে চলেছেন, যা শ্রোতার প্রশংসাও কুড়াচ্ছে। সে কারণেই তাকে এই সাত গানের প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। নভেম্বর মাসের প্রথম ভাগ থেকে আমাদের গানগুলো একে একে প্রকাশ করা শুরু হবে।'

লুৎফর হাসানের পাশাপাশি গানগুলো নিয়ে আশার কথা শুনিয়েছেন মার্সেল নিজেও। লুৎফর হাসানের গানের প্রজেক্টের পাশাপাশি মার্সেল নতুন আরো বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। যেখানে আছে ওয়েব, সিনেমা, নাটক ও একক গানের কাজ।

তিনি বলেন, ‘প্রতিটি গানে ভিন্নতা রাখার চেষ্টা করেছি নতুন এই আয়োজনে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

ইএ