বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আলোকচিত্র প্রদর্শনীর করছে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি। আজ (শুক্রবার, ৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বিপন্ন স্বদেশের পাশে আলোকচিত্র-আলোকচিত্রী’ প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ও পেশাদার আলোকচিত্রীদের ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রিন্টেড ও ফ্রেমে বাঁধানো এসব ছবি বিক্রির অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের দান করা হবে। এতে সারাদেশ থেকে অংশ নেওয়া ২০ জন পেশাদার আলোকচিত্রীদের তোলা ৩২টি ছবি প্রদর্শিত হয়েছে।
আলোকচিত্রীরা বলেন, নৈতিক দায়িত্বের জায়গা থেকে তারা বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছেন। এসময় প্রদর্শনীর ছবিগুলো কিনে বানভাসিদের সহযোগিতার আহ্বান জানান তারা।