‘সম্ভব হলে কাল সকাল ৯টার আগেই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতে সক্ষম হবো’

চারুকলার আগুন প্রসঙ্গে ডিএমপি কমিশনার

‘সম্ভব হলে কাল সকাল ৯টার আগেই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতে সক্ষম হবো’
‘সম্ভব হলে কাল সকাল ৯টার আগেই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতে সক্ষম হবো’ | Ekhon tv
0

চারুকলায় শোভাযাত্রার মোটিফে আগুন দেয়ার ঘটনায় দুর্বৃত্তদের সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টার আগে অর্থাৎ আনন্দ শোভাযাত্রার আগেই গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি জানান, এ বছর আরো বাড়তি উৎসাহ উদ্দীপনা আনন্দ প্রাণের উৎসব পহেলা বৈশাখ অনুষ্ঠিত হবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী জানান, পুরো ঢাকা শহর সোমবার (১৪ এপ্রিল) নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুত। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও ২১টি সেক্টরে সাদা পোশাকে পুলিশ থাকবে, ২১টি স্থানে ব্যারিকেড থাকবে এবং সিসিটিভি ক্যামেরা দ্বারা অনুষ্ঠান মনিটরিং করা হবে। মুখোশ, ব্যাগ দাহ্য পদার্থ ব্যবহার করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ ও অনুষ্ঠান স্থল ত্যাগ করতে হবে বলে তিনি জানান।

জানা যায়, রমনায় প্রবেশে ৩টি গেট ও বাহির হতে ২টি গেট ব্যবহার করবে সাধারণ জনগণ। বিকেল ৫টা পর্যন্ত ব্যবহার করা যাবে রমনা বটমূল।

ডিএমপি কমিশনার বলেন, 'জাতীয় এই উৎসব যেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই উদযাপন করতে পারে সেজন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'

তিনি আরো বলেন, 'একটি মোটিফ যেটি শোভাযাত্রায় ব্যবহারের জন্য বানানো হয়েছিল, সেটাতে দুষ্কৃতিকারীরা আগুন দিয়েছে। এই ব্যাপারে শাহবাগ থানায় একটি মামলা রজু করা হয়েছে। আশা করছি, আগামীকাল ৯টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছে যাবো মামলাটির ডিটেকশনের ক্ষেত্রে। এবং যদি সম্ভব হয় এই সময়ের মধ্যেই আমরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।'

এসএইচ