জীবনযাপন , অন্যান্য
সংস্কৃতি ও বিনোদন
আম্বানি পরিবারের রাজকীয় আয়োজনে খরচ হাজার কোটি রুপি
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গাতেই এখন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিবাহপূর্ব অনুষ্ঠানের রাজকীয় আয়োজন নিয়ে আলোচনা। আর হবেই না কেন? তিনদিনের এই অনুষ্ঠানে ছিল এলাহি সব আয়োজন।

গুজরাটের জামনগরে গত ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত বসেছিল চাঁদের হাট। হাজির হয়েছিলেন ভারতীয় সুপারস্টার থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যক্তিত্বরা। শাহরুখ খান, সালমান খান, আমির খান থেকে শুরু করে রিহানা, বিল গেটস, মার্ক জাকারবার্গ, রোহিত শর্মা, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি- সবাই ছিলেন এই আয়োজনে।

অবশ্য আম্বানি পরিবারের জন্য এ ঘটনা নতুন কিছু নয়। ভারতে নানা সময়েই তারকাদের পাশাপাশি বিশ্বের বহু নেতা ও ব্যবসায়ী এ পরিবারের অতিথি হয়েছেন। তবে অনন্ত-রাধিকার বিয়ে পরিণত হয় বিশেষ উৎসবে।

মুকেশ আম্বানির ছেলের বিয়েতে ভারতসহ বিভিন্ন দেশের হাজারের ওপর অতিথি উপস্থিত ছিলেন। আয়োজন এত বিশাল ছিলো যে গুজরাটের স্থানীয় বিমানবন্দর যেন এক আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হয়। জানা গেছে, আম্বানি পরিবারের এ অনুষ্ঠানের জন্য জামনগর বিমানবন্দরে প্রায় ১৩০টি বিমান নেমেছে।

বিমানবন্দর থেকে অতিথিদের স্বাগত জানানোর জন্য ছিল রোলস রয়েস, বিএমডব্লিউয়ের মতো নামিদামি গাড়ি। সারি সারি ব্রিটিশ লাক্সারিয়াস গাড়িও নজরে এসেছে।

আগত অতিথিদের থাকার জন্য অনুষ্ঠানস্থলের কাছে বিলাসবহুল ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। ৯০০ স্কয়ার ফিটের বিলাসবহুল এই তাবুগুলোয় ছিল একটি মাস্টার বেডরুম, লিভিংরুম, মেকাপরুম ও ওয়াশরুম। তাবু তো নয় যেন পুরো একটা হোটেল রুম।

এলাহি এই আয়োজনে নেচে-গেয়ে মঞ্চ মাতান বলিউড তারকারা। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ে পারফর্ম করেছেন বলিউডের তিন খান। একে অন্যের সঙ্গে পা মিলিয়ে নেচেছেন এই তিন তারকা। ক্যারিয়ারের এত দীর্ঘ সময়ে তিন খানকে এর আগে কখনও এক সঙ্গে এক পর্দায় দেখা না গেলেও, এত বড় অনুষ্ঠানে তাদেরকে এক মঞ্চে নাচতে দেখে যারপরনাই আনন্দিত ভক্তরা।

ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, শাহরুখ প্রায় দুই থেকে তিন কোটি রুপি নিয়েছেন আম্বানিদের থেকে। আলিয়া ভাট পেয়েছেন প্রায় দেড় কোটি রুপি।

শুধু এ তিন খানই নয়, গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন মার্কিন পপ তারকা রিহানা। জানা গেছে, অনুষ্ঠানে গান গাওয়ার জন্য এই পপ তারকা প্রায় ৬৬ থেকে ৭৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ফ্লুরোসেন্ট সবুজ রঙের একটি শিমারি গাউন পরে খালি পায়ে ৪০ মিনিট মঞ্চে ছিলেন রিহানা।

অতিথিদের খাবারের জন্য ছিল থাই, জাপানিজ, মেক্সিকান, পার্সিয়ান ও এশিয়ানসহ পাঁচ শতাধিক পদ। যেখানে অতিথিরা নিজেদের পছন্দ মতো খাবার বেছে নিয়েছেন।

রান্নার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক ডজন বিখ্যাত শেফ বা বাবুর্চিকে নিয়ে আসা হয়েছিল। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রান্নার কাজে বাবুর্চির সংখ্যা ছিল প্রায় ১০০ জন।

এছাড়া অনুষ্ঠানে একাধিক থিম ছিল। তার সঙ্গে সামঞ্জস্য রেখে অতিথিদের প্রস্তুত হতে সাহায্য করতে মেকআপ আর্টিস্টরাও উপস্থিত ছিলেন। ছিলেন নামীদামি স্টাইলিস্টরাও।

ভারতের বিলাসবহুল জীবনযাপনের প্রথম দিকেই আছেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। নীতা আম্বানির সংগ্রহে আছে দামি হীরা, লাল হীরা, পান্না, নীলকান্তমণি, চুনি, প্লাটিনাম, ট্যাফেইট, রেড বেরেল, টোপাজ, ক্যাটস আইয়ের মতো পাথরের তৈরি গহনা।

প্রিওয়েডিংয়ের তৃতীয় দিনে মনীশ মালহোত্রার নকশা করা আইভরি রঙের জমকালো একটা শাড়ি পরেন তিনি। শাড়িটির সঙ্গে বেশ কিছু হীরার টুকরা আর দুটি বড় বড় সবুজ পান্নার একটা গহনা পরেন। সেখানে যে পান্নার খণ্ড ব্যবহৃত হয়েছে, সেটি বিশ্বের সবচেয়ে বড়, নিখুঁত আর দামি পান্নাগুলোর একটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় এই গহনা। একাধিক সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে যে এই গলার নেকলেসটির দাম চারশ’ থেকে পাঁচশ কোটি রুপির মতো। যা কোনো কোনো দেশের জিডিপির সমান।

এদিকে নিজের নেকলেসের সংগ্রহ থেকে হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টকে একটা নেকলেসের সেট উপহার দিয়েছেন নীতা। নেকলেসটি বিশ্বের সবচেয়ে দামি নেকলেসগুলোর একটি। যার দাম প্রায় পাঁচশ’ কোটি রুপি!

এছাড়া অনুষ্ঠানের ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অনন্ত আম্বানির হাতঘড়ি দেখে চমকে যান মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান। অনন্ত আম্বানির হাতঘড়িটির দাম নিয়ে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা চলছে। জিকিউ ইন্ডিয়া নামের একটি সাময়িকীতে বলা হয়, ঘড়িটির দাম ১৮ দশমিক ২ কোটি রুপি হতে পারে।

চলতি বছরের ১২ জুলাই বিবাহ-বন্ধনে আবদ্ধ হবেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বিয়ের আগেই ১ হাজার কোটি রুপিরও বেশি খরচ মুকেশ আম্বানি। তবে বিয়ের আসরে কত টাকা খরচ করবেন মুকেশ সেটি এখন জানার অপেক্ষা।

আসু