সাহিত্য
সংস্কৃতি ও বিনোদন
0

বইমেলায় শিশুতোষ বইয়ের বিক্রি বেড়েছে

শিশুপ্রহরের শেষ সপ্তাহে জমে উঠেছে শিশু চত্ত্বর। আনন্দ-উল্লাসের পাশাপাশি বিক্রি বেড়েছে শিশুতোষ বইয়ের প্রতি।

শুক্রবার শিশু প্রহরে অংশ নেয়া ক্ষুদে পাঠকরা বলেন, ‘সিসিমপুর খুব ভালো লাগে। টুকটুকি ও হালুম অনেক পছন্দ। আমরা সিসিমপুরের বই কিনবো।’

এবার শিশুদের এই আনন্দরাজ্যে হাজির হয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের এডিশনাল কমিশনার মো.মনিরুল রহমান। শিশুদের সাথে আনন্দের সঙ্গী হয়ে শিশুদের বোঝালেন নিরাপদ সড়কের গুরুত্ব। বলেন, 'ট্রাফিকের নিয়ম-নীতিগুলো যদি ছোট থেকেই তাদেরকে শেখানো যায়, তাহলে কিন্তু তারা সেগুলো চর্চা করতে পারবে।'

শুধু সিসিমপুরের আনন্দ যাত্রা নয়, শিশুরা আগ্রহী শিশুতোষ বইয়ের প্রতিও। গল্পের বই, ভূতের বই, সিসিমপুরের বই কিনতে পেরে খুশি খুদে শিশুরা। অভিভাবকরাও শিশুর বইয়ের প্রতি ভালোবাসা দেখে উচ্ছ্বসিত।

অভিভাবকরা বলেন, 'বাচ্চারা যেন ছোট থেকেই বইয়ের প্রতি আকৃষ্ট হয় সেজন্য এখানে নিয়ে আসা।'

নাচ-গানের এই স্বর্গরাজ্যে বাহারি বইয়ের সমাহারে যেন মুখরিত হয় শিশুচত্বর।