সংস্কৃতি ও বিনোদন
0

সিনেপ্লেক্সে প্রথম আড়াই দিনে ১ কোটি ২০ লাখ টাকা আয় তুফানের

ঈদ এলেই সিনেমা মুক্তির হিড়িক পড়ে দেশের হলগুলোতে। দর্শকরাও ছুটে আসেন প্রেক্ষাগৃহে। এবার ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। কয়েকদিন ধরে সিনেমা হলগুলোতে হাউজফুল 'তুফান' এর প্রতিটি শো। সিনেপ্লেক্সে প্রথম আড়াই দিনে ১ কোটি ২০ লাখ টাকা আয় করেছে এই সিনেমা।

একসময়ের প্রতি সপ্তাহের ঢাকাই সিনেমা ছিল জমজমাট- কিন্তু সেই রেওয়াজ ছেড়ে এখন ঈদকে ঘিরে ঢাকাই সিনেমা অঙ্গন উজ্জীবিত। গেল ঈদুল ফিতরে একযোগে ১১টি সিনেমা মুক্তির ফলে লোকসানের মুখ দেখতে হয়েছে অনেক প্রযোজককে। তাই এবার ঈদুল আজহায় এক ডজন সিনেমা মুক্তির কথা থাকলেও অবশেষে মুক্তি পায় মাত্র ৫টি সিনেমা। তুফান, রিভেঞ্জ, আগুন্তক, ময়ুরাক্ষী ও ডার্ক ওয়ার্ল্ড।

দর্শকদের একজন বলেন, 'রায়হান রাফি যে সিনেমাগুলো রিসেন্টলি বানাচ্ছে তার জন্য আমাদের সিনেমা হলে আসা হচ্ছে।'

আরেকজন বলেন, 'সবসময় যদি এমন ছবি রিলিজ হয় তাহলে দেখা যাবে।'

দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রে সর্বোচ্চ শো'র রেকর্ড গড়েছে শাকিব খানের তুফান। ঈদ উপলক্ষে দেশের ১২৯টি হলে মুক্তি দেয়া হয় সিনেমাটি। কয়েকদিন ধরে সিনেমা হলগুলোতে হাউজফুল তুফানের প্রতিটি শো। সিনেপ্লেক্সে প্রথম আড়াই দিনে ১ কোটি ২০ লাখ টাকা আয় করেছে এই সিনেমা।

হল সংখ্যায় রায়হান রাফীর তুফানের কাছে বাকি চারটি সিনেমা যেন নস্যি। ব্যবসায়িক দিক দিয়েও একাই দাপট দেখাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমাটি।

চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি বলেন, 'তিন চার বছরে ভালো ভালো সিনেমা রিলিজ হয়েছে এবং ভাই ব্লকবাস্টার হয়েছে যার ফলে হল মালিক ব্যবসা করতে পেরেছে ও নতুন নতুন সিনেপ্লেক্সের শাখা হয়েছে।' 

রাজধানীর আরেকটি মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস। যেখানে চলছে ঈদের ৫টি সিনেমা। যার মধ্যে এগিয়ে আছে তুফান সিনেমাটি। দর্শকদের চাহিদা অনুযায়ী ব্লকবাস্টার সিনেমাসে এ সিনেমার শো বাড়ানো হয়েছে দ্বিগুণ। বর্তমানে ব্লকবাস্টার সিনেমায় তুফানের শো চলছে ১৭টি। এমনকি ব্যবসায়িক দিক থেকে তুফান সিনেমা আছে সবচেয়ে এগিয়ে।

এদিকে মো. ইকবালের রিভেঞ্জ, মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড, রাশিদ পলাশের ময়ূরাক্ষী ও সুমন ধরের আগন্তুক এখন পর্যন্ত আশানুরূপ সাড়া জাগাতে পারেনি। তুফানের তান্ডবে ঝড়ে গেছে রিভেঞ্জ। কিন্তু কি এর কারণ?

চলচ্চিত্র পরিচালক এমডি ইকবাল বলেন, 'আমার ছবির পোস্টারে লেখা কামিং সুন কিন্তু মুভি তো হলে রানিং চলছে। তাতে বোঝাই যায় কামিং সুন লেখা দেখে অনেকেই চলে গিয়েছে।'

এদিকে, ভালো সিনেমার গল্প না পাওয়ার অভিযোগ দিয়েছেন কেউ কেউ।

দর্শকদের আরেকজন বলেন, 'বিদেশের মুভি নকল করে আবার মেকিং করছে এইসব মুভিতে আমরা বেশি আগ্রহী না।'

অন্যদিকে, লায়ন সিনেমাসে তুফানের শো চলছে ১২টি। প্রিয়তমার রেকর্ড অতিক্রম করার কথা জানান লায়ন সিনেমাসের হল মালিক। এছাড়া রিভেঞ্জ ও আগুন্তক এর জন্য রাখা হয়েছিল ৩টি শো। তবে ৫ দিনে ১০০র বেশি টিকিট বিক্রি হয়নি বলে জানিয়েছেন লায়ন সিনেমাসের হল মালিক।

লায়ন সিনেমাসের হল মালিক মির্জা আব্দুল খালেক বলেন, 'ডিস্ট্রিবিউটর পাবে ৭ লাখ টাকার মতো অলরেডি শেয়ার মানি হয়ে গিয়েছে।  আমি আশা করছি মুভিটা এভাবে যদি চলতে থাকে তাহলে প্রিয়তমার রেকর্ডও ভেঙ্গে ফেলবে।'

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর