সংস্কৃতি ও বিনোদন
0

রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত হলেন শাকিব খান

লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরে এবার করপোরেট প্রতিষ্ঠানে যুক্ত হলেন সুপারস্টার শাকিব খান।

শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রসাধনী পণ্য ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে চিত্রনায়ক মামনুন হাসান ইমন উপস্থাপনা করেন। এসময় সুপারস্টার শাকিব খান তার নতুন পরিচয় তুলে ধরেন ।

পঞ্চাশের বেশি প্রসাধনী পণ্যের ব্র্যান্ড নিয়ে কাজ করা রিমার্ক ও হারল্যানের নতুন পরিচালক শাকিব খান বলেন, ‘প্রসাধনীর চাহিদা পূরণের পাশাপাশি লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাই।’

প্রসাধনী ব্যবসার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা তুলে ধরে চিত্রনায়ক ইমন বলেন, ‘ত্বকের উজ্জ্বলতা ছাড়িয়ে ভোক্তাদের আস্থায় জায়গা করে নেবে এসব পণ্য।’

আয়োজকরা বলেন, আমদানিনির্ভর প্রসাধনী খাত রপ্তানি খাতে রূপান্তরিত হচ্ছে। গবেষণাধর্মী এসব প্রসাধনী পণ্য আমরা ভোক্তাদের কাছে পৌঁছে দিতে চাই।