ময়মনসিংহে নির্বাচনি কার্যালয় উদ্বোধন শেষে ছুরিকাঘাতে ১ জনকে হত্যার অভিযোগ

নিহত নজরুল ইসলাম
নিহত নজরুল ইসলাম | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে বিএনপির এক ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নজরুল ইসলাম। তিনি স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন। অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলায় তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক দুজনকে আটক করেছে।

আসনটিতে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সালমান ওমর রুবেলের নির্বাচনি অফিস উদ্বোধন করেন তার নেতাকর্মীরা।

উদ্বোধনের পর অন্যরা চলে গেলেও অফিসে বসে ছিলেন নজরুল ইসলাম। সেখান থেকে ফেরার পথে বিএনপি প্রার্থী প্রিন্সের সমর্থকরা হঠাৎ তার ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে আহত হন নজরুল। তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে একজন মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বিএনপি মনোনীত প্রার্থী এমরান সালেহ প্রিন্স ও স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে বিস্তারিত জানানো হবে।

এএইচ