যাত্রাবাড়ীতে ডিবি অভিযান; ৫০০০ পিস ইয়াবা ও ট্রাকসহ গ্রেপ্তার ১

৫০০০ পিস ইয়াবা ও ট্রাকসহ গ্রেপ্তার সোনা মিয়া
৫০০০ পিস ইয়াবা ও ট্রাকসহ গ্রেপ্তার সোনা মিয়া | ছবি: এখন টিভি
0

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ও একটি ট্রাকসহ মো. সোনা মিয়া (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল (সোমবার, ১২ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আভিযানিক দল মাতুয়াইল মেডিকেল এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে সোনা মিয়াকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:

এসময় তার কাছে ৫ হাজার পিস ইয়াবা ও মাদককাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আরও জানা যায়, গ্রেপ্তার সোনা মিয়া মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে—জিজ্ঞাসাবাদে এ তথ্য পাওয়া যায়। গ্রেপ্তার সোনা মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএইচ