ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফুট ওভার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১৪ হাজার পিস ইয়াবাসহ ওয়াজ কুরুনী ওরফে সাকিবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন:
গ্রেপ্তারকৃত ওয়াজ কুরুনী ওরফে সাকিব সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরাভাবে বিক্রি করতো। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





