সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার

ডেটোনেটরসহ বিজিবি সদস্যরা
ডেটোনেটরসহ বিজিবি সদস্যরা | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত এলাকা থেকে বিস্ফোরক তৈরির ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) দুপুরে প্রেস বিফ্রিং করে এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির।

বিজিবির তথ্য মতে, তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের মাইজগাঁও গ্রামের বাংলাদেশের ৩০গজ ভিতরে এ ২৪টি বিস্ফোরক ডেটোনেটর পলিথিনে মুড়িয়ে গাছের খড়কুটো দিয়ে ডেকে রাখা হয়েছিল। পরে সকাল ৮টায় সেখানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ বিজিবি এগুলো উদ্ধার করে।

সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ একে এম জাকারিয়া কাদির জানান, ধারণা করা হচ্ছে দেশের বিদ্যমান পরিস্থিতিতে নাশকতার জন্য এগুলো আনা হতে পারে। এ জন্য তারা সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছেন। স্থানীয়ভাবে এসবের পেছনে কারা থাকতে পারে, কি কারণে আনা হয়েছিল এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


এএইচ