কুড়িগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

সংঘর্ষ (প্রতীকি)
সংঘর্ষ (প্রতীকি) | ছবি: এখন টিভি
1

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ নিহত হয়েছেন তিনজন। আজ (রোববার, ৩০ নভেম্বর) দুপুরে জেলার নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ক‌রিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনজনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। দুই জনের একজনের নাম আলতাফ ও অপরজন মানিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহত নারীর পরিচয় তাৎক্ষ‌ণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন:

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানিয়েছে প্রশাসন।

এফএস