বগুড়ায় দুই শিশু ও মা’র মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার হওয়া বাড়ির সামনে স্থানীয়দের ভিড়
মরদেহ উদ্ধার হওয়া বাড়ির সামনে স্থানীয়দের ভিড় | ছবি: সংগৃহীত
1

বগুড়ার শাজাহানপুর উপজেলার খৈলশাকান্দি গ্রামে দুই শিশু ও তাদের মা এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, দুই শিশুকে গলা কেটে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা। পরে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

খৈলশাকান্দি গ্রামের ওই বাড়িতে শাহাদাৎ হোসেন-সাদিয়া দম্পতি দুই সন্তান নিয়ে বসবাস করতেন। শাহাদাৎ হোসেন পেশায় সেনা সদস্য, তিনি ময়মনসিংহে কর্মরত। তবে সপ্তাহ খানেক আগে ছুটিতে এসেছেন।

স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদের জেরে পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। বাড়ির আরেকটি ঘরে দুই সন্তান সাইফ ও সাইফাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মা সাদিয়া।

আরও পড়ুন:

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেড়ে এমন ঘটনা ঘটতে পারে। পুলিশ জানায়, ঘটনার মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের বেশ কয়েকটি দল।

এসএস