কাকরাইলের একটি চার্চের সামনে ককটেল বিস্ফোরণ

চার্চের সামনে ককটেল বিস্ফোরণ
চার্চের সামনে ককটেল বিস্ফোরণ | ছবি: এখন টিভি
1

কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের মূল ফটকে দুইটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে মূল ফটকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। গতকাল (শুক্রবার, ৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূল ফটকের ভেতর থেকে একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ককটেল নিষ্ক্রিয় করে।

আরও পড়ুন:

ডিএমপির ডগ স্কোয়াডকে তল্লাশি চালাতেও দেখা যায়। তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এখনও জানা যায়নি।

আজ (শনিবার, ৮ নভেম্বর) কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে জাতীয় পর্যায়ের একটি অনুষ্ঠান রয়েছে।

এসএস