আটককৃত ব্যক্তি হলেন, যশোর সদর উপজেলার বারান্দী মোল্লাপাড়া গ্রামের মো. সৈয়দ আলী মণ্ডলের ছেলে মো. ওসমান গনি (৩০)।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করেছে বিজিবি। আজ সকালে নিয়মিত টহল দল যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজারে অভিযান পরিচালনা করে। এসময় আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটের ভিতর বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলি পাওয়া যায়।
ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণবার নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বার সংগ্রহ করে যশোরে গমন করছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





