আজ (রোববার, ২ নভেম্বর) দুপুরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা। স্থানীয়রা জানান, কয়েক দিন ধরেই সেলিম ছোট ইতালি গ্রামে অবস্থান করছিলেন।
আরও পড়ুন:
উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইতালি গ্রামের ওই বাড়ি থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বিস্ফোরণের সময় ওই বাড়িতে আরও দুইজন উপস্থিত ছিলেন। তবে বিস্ফোরণের পর পরই তারা পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। বাড়ির মালিক মাদক মামলায় জেল হাজতে রয়েছেন বলেও জানা গেছে।





