টেকনাফে অপহরণ-পাচারের উদ্দেশে বন্দি থাকা ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড

টেকনাফ এলাকা, কোস্টগার্ডের লোগো
টেকনাফ এলাকা, কোস্টগার্ডের লোগো | ছবি: এখন টিভি
1

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ি এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায় ও পাচারের উদ্দেশে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটা থেকে আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) সকাল ৭টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়ার পিরিচভাঙা পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

উদ্ধারকৃতদের মধ্যে ৪১ জন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও তিন জন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কোস্টগার্ড।

আরও পড়ুন:

কোস্টগার্ড জানায়, গোপন সূত্রে ওই পাহাড়ি এলাকায় মালয়েশিয়ায় পাচার ও মুক্তিপণ আদায়ের জন্য নারী-পুরুষদের জড়ো করার খবর পেয়ে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ৪৪ জনকে বর্তমানে টেকনাফে কোস্টগার্ডের কেরুনতলী স্টেশনে রাখা হয়েছে।

অভিযানের বিষয়ে আজ বিকেল সাড়ে ৩টায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে কোস্টগার্ড।

এসএস