গতকাল (শনিবার, ১৮ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নর্থচ্যানেল এলাকায় পদ্মা নদীতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিযানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার সময় জেলেদের ত্রিশ হাজার মিটার জাল জব্দ করে। পরে তা পুড়িয়ে দেয় প্রশাসন।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামসহ মৎস্য বিভাগ, র্যাব-১০, কোতোয়ালী থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।
এখন টিভির প্রকাশিত সংবাদ:
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার খবরে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ত্রিশ হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করা হয়। যার বাজার মূল্যে ১৫ লাখ টাকা হবে।
তিনি বলেন, ‘স্থানীয় সবার উপস্থিতি জব্দ করা জাল পুড়িয়ে দেয়া হয়।’
জেলেদের অভিযোগ, সরকারিভাবে দেয়া প্রণোদনা সকল জেলেদের না পাওয়ায়, আর্থিক চাহিদা আর পরিবারের চাহিদা মেটানোর জন্য বাধ্য হয়ে জেল জরিমানা উপেক্ষা করে নদীতে নামতে হয় তাদের।





