রাজধানীতে র‌্যাব-১১ এর অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেপ্তার ১

উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য মালামাল
উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য মালামাল | ছবি: সংগৃহীত
2

রাজধানীর কল্যাণপুরে র‌্যাব-১১ এর অভিযানে বিদেশি অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে ডিএমপি’র দারুসসালাম থানাধীন দক্ষিণ কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কেয়ারি বুরুজ এপার্টমেন্টের ১৩ তলায় অভিযান চালায় র‌্যাব-১১।

এসময় মো. আজগর হোসেন (৩০) নামে একজনকে আটক করা হয়। সে চট্টগ্রামের চন্দনাইশের উত্তর মুরাদপুরের আতিকুর রহমানের ছেলে।

অভিযানে আজগরের ফ্ল্যাট থেকে ১টি দুইনলা বিদেশি বন্দুক, ৫০ রাউন্ড লিড কার্তুজ, ৩টি সুইচ গিয়ার এবং অ্যাপার্টমেন্টের গ্যারেজ থেকে ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এছাড়া, একই ভবনের অপর ভাড়া ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সাড়ে ১৩ কেজি গাঁজা, ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭ লাখ ৫৫ হাজার ৪৮০ টাকা, বৈদেশিক মুদ্রা (৫ রিয়াল, ১০ মার্কিন ডলার) এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার (অপারেশন) গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৌহিদ সরকার রবি (৩৫) ও তার সহযোগী পাপিয়া আক্তার দোলা (২৩) দীর্ঘদিন ধরে এ ফ্ল্যাটে অবস্থান করে অবৈধ মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

আটককৃত আজগরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করতো। চক্রের অপর সদস্য তৌহিদ সরকার রবি, পাপিয়া আক্তার দোলা এবং বাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় দারুসসালাম থানায় পৃথকভাবে ১টি অস্ত্র ও ১টি মাদক মামলা রুজু করা হয়েছে। আটককৃত আজগরকে দারুসসালাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ