সেনা অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি | ছবি: সংগৃহীত
0

রাজধানীর মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকা থেকে পুলিশের অপহৃত একটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার রাতে, ‘আই ডোন্ট কেয়ার’ নামক একটি গ্রুপের ৪ জন সদস্যকে ককটেল বোমাসহ আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর আটককৃত আসামিরা পুলিশের চুরি হওয়া অস্ত্র সম্পর্কিত কিছু তথ্য প্রদান করে সেনাবাহিনীকে।

রাজধানীর মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকা থেকে পুলিশের অপহৃত একটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার রাতে, ‘আই ডোন্ট কেয়ার’ নামক একটি গ্রুপের ৪ জন সদস্যকে ককটেল বোমাসহ আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর আটককৃত আসামিরা পুলিশের চুরি হওয়া অস্ত্র সম্পর্কিত কিছু তথ্য প্রদান করে সেনাবাহিনীকে।

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ, বুধবার সন্ধ্যায় সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্প কর্তৃক মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় একটি অভিযান পরিচালিত হয়। অভিযানের এক পর্যায়ে মোহাম্মদপুর থানা থেকে চুরি হওয়া একটি শটগান এবং ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী।

আরও পড়ুন:

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘গতকাল রাতে ককটেল বোমাসহ আটককৃত আসামিদের তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় একটি অভিযান পরিচালনা করি এবং অভিযানের এক পর্যায়ে আমরা একটি শটগান ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হই।’

তিনি বলেন, ‘সন্ত্রাস দমনে সেনাবাহিনীর সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ দৃঢ়তা বজায় রাখতে আমরা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছি, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রম সম্পাদনের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’


এএইচ