আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ মো. আবদুর রহমানের আদালতে এ আবেদন করা হয় বলে জানিয়েছেন দুদকের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোকাররম হোসাইন।
এদিকে গতকাল (বুধবার, ১৭ সেপ্টেম্বর) রাতে নগরের আগ্রাবাদ থেকে সাবেক এ মন্ত্রীর বিদেশে অর্থ পাচারের বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও তার সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত আরামিট গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেপ্তার করেছে দুদক। এ দুজনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আরও পড়ুন:
দুদক জানায়, আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল সাইফুজ্জামান চৌধুরীর বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী। আর আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজ সম্পত্তি ক্রয় ও রক্ষণাবেক্ষণকারী। তাদের কাছ থেকে দুইটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে। এসব ডিভাইস থেকে বিপুল পরিমাণ তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে ফরেনসিক করার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। উৎপল পাল দেশ থেকে দুবাই ও দুবাই থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থ পাচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ তথা মাস্টারমাইন্ড।





