পুলিশ জানায়, জব্দকৃত সাত বস্তা পলিথিন থানায় নেওয়া হয়। তবে, এ সময় পলিথিনের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত পলিথিন পুড়িয়ে ফেলার আদেশ দেন। আদেশ অনুযায়ী উপজেলা ভূমি অফিস চত্বরে পলিথিনগুলো পুড়িয়ে ফেলা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জব্দ করা পলিথিন বিনষ্ট করা হয়েছে।





