সাতক্ষীরার শ্যামনগরে ৭ বস্তা পলিথিন জব্দ

পুড়িয়ে ফেলা হচ্ছে জব্দ করা পলিথিন
পুড়িয়ে ফেলা হচ্ছে জব্দ করা পলিথিন | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরার শ্যামনগর বাস স্ট্যান্ড থেকে সাত বস্তা পলিথিন জব্দ করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ডিএসবির তথ্যের ভিত্তিতে শ্যামনগর বাস স্ট্যান্ড-গোপালপুর সড়কের লতিফ ফটোস্ট্যাট সংলগ্ন এলাকা থেকে একটি ভ্যানে থাকা এসব পলিথিন জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত সাত বস্তা পলিথিন থানায় নেওয়া হয়। তবে, এ সময় পলিথিনের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত পলিথিন পুড়িয়ে ফেলার আদেশ দেন। আদেশ অনুযায়ী উপজেলা ভূমি অফিস চত্বরে পলিথিনগুলো পুড়িয়ে ফেলা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জব্দ করা পলিথিন বিনষ্ট করা হয়েছে।


এএইচ