সাবেক প্রতিমন্ত্রী পলককে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো

পুলিশের হাতে গ্রেপ্তার জুনায়েদ আহমেদ পলক
পুলিশের হাতে গ্রেপ্তার জুনায়েদ আহমেদ পলক | ছবি: সংগৃহীত
0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাফরুল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ (সোমবার, ২৫ আগস্ট) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করলে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আরও পড়ুন:

এর আগে জুনাইদ আহমেদ পলক বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এখন পর্যন্ত মোট ৭৭টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এসএস