জানা যায়, ১৫ বছর আগে জুয়েল ও তানিয়ার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে তিনজন সন্তানও রয়েছে। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার ।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জুয়েলের সাথে এক নারীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এই বিষয়ে তানিয়া কয়েকবার স্বামীকে বুঝিয়েছেনও । কিন্তু এতেও স্বামী পরকীয়া থেকে ফিরে আসেনি। উপায়ন্তর না পেয়ে গতকাল দিবাগত রাতে কাঠের আড়ার টুকরো দিয়ে আঘাত করে স্বামী জুয়েলকে খুন করে স্ত্রী তানিয়া।
সখীপুর থানার অফিসার ইনর্চাজ জাকির হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যার দায় স্বীকার করেছেন নিহতের স্ত্রী তানিয়া। হত্যার পেছনে আরো কোনো বিষয় জড়িত আছে কি না তা খতিয়ে দেখছি। তদন্ত চলমান আছে।’