গেল শুক্রবার চরফ্যাশনে একটি মসজিদের তৃতীয় তলায় ১০ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে সিঁড়িতে ভুক্তভোগী শিশুটিকে নগ্ন ও গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে নামাজ আদায় করতে আসা এক প্রতিবেশী, শিশুটির বাবা-মাকে খবর দেন।
পরে তারা শিশুটিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে কারি তালহা নামের এক যুবককে আটক করে পুলিশ।