চরফ্যাশনে শিশুকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত আটক

.
এখন জনপদে
অপরাধ ও আদালত
0

ভোলার চরফ্যাশনে ঘুরতে যাওয়ার কথা বলে মসজিদে নিয়ে মুখ-হাত বেঁধে শিশুকে বলাৎকারের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

গেল শুক্রবার চরফ্যাশনে একটি মসজিদের তৃতীয় তলায় ১০ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে সিঁড়িতে ভুক্তভোগী শিশুটিকে নগ্ন ও গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে নামাজ আদায় করতে আসা এক প্রতিবেশী, শিশুটির বাবা-মাকে খবর দেন।

পরে তারা শিশুটিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে কারি তালহা নামের এক যুবককে আটক করে পুলিশ।

ইএ