ব্রিফিংয়ে জানানো হয়, ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র, স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়েছে। এসময়, তারাবির নামাজের সময় ঘরবাড়ি ও দোকানপাটে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে বাসা-বাড়ি, অফিস, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে নিজ দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করে যাওয়ার পরামর্শ ডিএমপি কমিশনারের।
এসময় ঢাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি বলেন, ছিনতাই রোধে সহায়ক পুলিশ ফোর্স মাঠে নামানো হয়েছে।