উত্তরায় অভিযান চালিয়ে হিজবুত তাহরীরের ৩ সদস্য গ্রেপ্তার

উত্তরায় অভিযান চালিয়ে হিজবুত তাহরীরের ৩ সদস্য গ্রেপ্তার | এখন
0

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মনিরুল ইসলাম, মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসান। আজ (শুক্রবার, ৭ মার্চ) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিএমপি বলছে, সিটিটিসির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তরা সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সক্রিয় সদস্যরা বাইতুল মোকাররম মসজিদ এলাকায় 'মার্চ ফর খিলাফত' নামক একটি সমাবেশ পালনসংক্রান্ত গোপন পরিকল্পনা করছে।

এমন তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া প্রত্যেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানায় ডিএমপি।

এদিকে, পুলিশ সদর দপ্তর বলেছে, হিজবুত তাহেরি নিষিদ্ধ সংগঠন হওয়ায় তাদের সব ধরনের কার্যকলাপ শাস্তিযোগ্য অপরাধ।

ইএ