পল্লবী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে অভিযান চালানো হয়। গোপন তথ্যানুযায়ী, পল্লবী থানাধীন মিরপুর- ১১ নম্বর ই-ব্লকের বাউনিয়া বেড়িবাঁধ রোডের একটি ১৪তলা ভবনের পার্শ্বে নির্মাণাধীন পল্লবী টাওয়ারের টিনের বেড়ার পার্শ্বে বালুর স্তূপের ওপর বিপুল সংখ্যক চায়নিজ রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১১টার দিকে সেখান থেকে ৩০০ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা গেছে।