অষ্টম শ্রেণির কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দু’জন গ্রেপ্তার

.
অপরাধ ও আদালত
0

রাজধানীর মহাখালীতে অষ্টম শ্রেণির কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব জানায় পুলিশ।

বলেন, কিশোরীকে ফাঁদে ফেলে ১৬ জানুয়ারি দুপুরে মহাখালীর বাসায় নিয়ে যান তারা। এরপর হাত পা বেঁধে ৫ জনের পাশবিক নির্যাতনের শিকার হয় মেয়েটি।

অচেতন অবস্থায় বস্তায় ভরে মধ্যরাতে রিকশায় করে ফেলা দেয়া হয় হাতিরঝিলে। কিশোরীর মুঠোফোন নম্বরের সূত্র ধরে ৩০ জানুয়ারি রবিন ও রাব্বি মৃধা নামে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা ধর্ষণের কথা স্বীকার করে বলে জানায় পুলিশ। এ ঘটনায় বাকি তিনজনকেও আইনের আওতায় আনার কথা জানান পুলিশের উত্তরা বিভাগ।

এএইচ