মাদক মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

অপরাধ ও আদালত
0

মাদক আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জগঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে বিচার শুরু করেছেন আদালত।

এদিন ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার কথিত যুবলীগ নেতা জিকে শামিমের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার রায় পিছিয়েছে নতুন তারিখ ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত।

আজ (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পৃথক দুটি আদালত এ আদেশ দেন।

এছাড়া ১ কোটি ৫৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার খুলনার সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে রায় হবে আজ।

এএম