আজ (বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি) বিকেলে দুদকের এক ব্রিফিংয়ে প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ২০০৪ সালের দুদকের আইন অনুযায়ী এ তদন্ত কেবল দুদক করারই অধিকার রাখে।
এর আগে সিআইডিসহ যেসব প্রতিষ্ঠান তদন্ত করেছে তা এখতিয়ার বহির্ভূত। এর কারণ জানতে সিআইডিকে চিঠি দিয়েছে দুদক।
এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রোলাল ত্রিপুরা, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান ও ধুনট উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবালের বিরুদ্ধে।
প্রায় ২২ কোটি টাকা অবৈধভাবে সম্পদ অর্জন ও ৩৪২ কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও অর্থপাচারের অভিযোগে মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামেও মামলা করেছে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা সংস্থাটি।