এর আগে জামিনপ্রাপ্ত ১৭৮ জনের তালিকা প্রকাশ করেন রাষ্ট্রপক্ষ। পিলখানা হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারিক আদালত ও উচ্চ আদালত থেকে আসামিরা খালাস পাওয়ার পরও বিস্ফোরক মামলা থাকার কারণে ১৬ বছর ধরে আটকে ছিল তাদের জামিন প্রক্রিয়া।
জামিন পেতে বারবার ভুক্তভোগী পরিবারগুলোকে নামতে হয়েছিল রাজপথে। গত ১৯ জানুয়ারি কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে জামিনও শুনানিতে জামিন দেয়া হয় প্রায় ২০০ জনকে।