অপরাধ ও আদালত
0

নাইকো দুর্নীতি মামলা: তদন্ত কর্মকর্তার আংশিক সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

নাইকো দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তার আংশিক সাক্ষ্যগ্রহণ আজ (মঙ্গলবার, ২১ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। বাকী সাক্ষ্যগ্রহণের তারিখ ২৯ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত।

নাইকো দুর্নীতি মামলায় এ নিয়ে ৬৫ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। এ মামলায় বেগম খালেদা জিয়ার আইনজীবী জানান, এ ঘটনায় আর কারো সাক্ষী নেয়া হবে না।

উদ্দেশ্য প্রণোদিত বেগম জিয়াকে এ মামলায় জড়ানো হয়েছে। তিনি বলেন, আজ আদালত এ মামলার আংশিক সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন।

পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

ইএ