অপরাধ ও আদালত
0

ঢাকা-মাওয়া রোডে সড়ক দুর্ঘটনায় নিহত ১, টোলপ্লাজায় যানজট

ঢাকা-মাওয়া সড়কের খানবাড়ি মিনার মসজিদ এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২১ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এতে করে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজায় ১ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহসিন মাহমুদ রিফাত ঢাকার দোহার উপজেলার বেথুয়া গ্রামের ফিরোজ আলমের ছেলে।

হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল করিম জানান, এক যাত্রীবাহী বাসের স্টাফ তাকে পদ্মা সেতুমুখী লেনে মৃত পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি বলেন, ‘কোন গাড়ির ধাক্কার তার মৃত্যু হয়ে তা এখনো জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে।’

আসু

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!