আজ (বুধবার, ৮ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১৬ এর বিচারক মো. শিহাবুল ইসলাম এই আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায় বলা, ২০১৮ সালের ৩০ জানুয়ারি রাজধানীর বকশিবাজারের বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এসময় লাঠিসোঁটা হাতে সেখানে অবস্থান করছিলেন দলটির নেতাকর্মীরা। পরে তারা ইটপাটকেল নিক্ষেপ ও রাস্তায় গাড়ি ভাঙচুর করলে আহত হন একজন নারী পুলিশ সদস্য। এ ঘটনায় বাদী হয়ে মামলাটি দায়ের করে রমনা মডেল থানার তৎকালীন এসআই মহিবুল্লাহ।
তবে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ না মেলায় তাদের অব্যাহতির এই আদেশ দেয়া হয়েছে বলে জানান বিএনপির আইনজীবীরা।