আজ (রোববার, ৮ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত বুধবার রাতে নজরুল ইসলামকে খুন করে পরদিনই ঢাকা থেকে যশোরে শ্বশুরবাড়ি চলে যায় সাবিনা।
চাকরি ও বিয়ের আশ্বাসে নিহত নজরুলের সাথে সর্ম্পকে লিপ্ত হয় সাবিনা। রাতে আবার চাকরির কথা মনে করিয়ে দিলে বাক-বিতণ্ডার একপর্যায়ে সাবিনা নজরুলের মাথা ও মুখে শিল দিয়ে আঘাত করে।
জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়লে হাত, পা ও মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে নজরুলের পুরুষাঙ্গ কেটে মৃত্যু নিশ্চিত করে সাবিনা। শনিবার (৭ ডিসেম্বর) যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে সাবিনাকে।
গ্রেপ্তারকৃত সাবিনার কাছ থেকে নজরুল ইসলামের ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এঘটনায় চকবাজার মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।