অপরাধ ও আদালত
0

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের ৫ মামলা বাতিলই থাকবে: আপিল বিভাগ

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল আজ (রোববার, ৮ ডিসেম্বর) খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ।

এই আদেশের ফলে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকলো বলে জানান ড. ইউনূসের পক্ষের আইনজীবী।

গত ২৪ অক্টোবর হাইকোর্ট ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের এই পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন। ড. ইউনূসের নামে ২০১৯ সালে এসব মামলা করা হয়।

ইএ