অপরাধ ও আদালত
0

ডেসটিনির এমডিসহ ১৯ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার রায় পেছালো

মাল্টিলেভেল মার্কেটিং এমএলএম কোম্পানি ডেসটিনির এমডি রফিকুল আমীনসহ ১৯ জনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় রায় ঘোষণা পেছানো হয়েছে। রায় পুরোপুরি প্রস্তুত না হওয়ার আগামী ১৫ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।

সকালে রাজধানীর মহানগর দায়রা জজ আদালত এই দিন ধার্য করেন। এর আগে ১১ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেছিলেন আদালত।

গ্রাহকের দুই হাজার ২৫৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২২৭ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীনসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে তদন্তে আরও সাতজনের নাম আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

২০১৬ সালের ২৪ আগস্ট মামলাটির চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন আদালত। আদালতের আদেশের পর সাংবাদিকদের ডেসটিনির আইনজীবী জানান, রায় ঘোষণার নতুন যে দিন নির্ধারণ করা হয়েছে সেদিন ন্যায় বিচার পাবেন তারা।

এএম