অপরাধ ও আদালত
0

উপদেষ্টা পরিষদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশের খসড়া অনুমোদন

গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের জন্য সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ, ২০২৪ আইনের সংশোধনের খসড়া অনুমোদন করা হয়েছে। আজ (বুধবার, ২০ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকের খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘আইনটি বিশেষজ্ঞ, মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের মতামত নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধন উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত হয়েছে। এ আইন থেকে রাজনৈতিক দলকে শাস্তি দেয়ার বিষয়টি যুক্ত রাখা হয়নি।’

তিনি বলেন, ‘প্রচলিত আইনে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সন্ত্রাস দমন কিংবা নির্বাচন আইনে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ থাকছে। এছাড়া আইনে অভিযুক্ত পক্ষের সুযোগ বাড়ানো হয়েছে। এরই সঙ্গে বিদেশি আইনজীবী নিয়োগের বিধান রাখা হয়েছে। বিদেশি সংস্থা উপস্থিত থেকে বিচারকাজ পর্যবেক্ষণ রাখা হয়েছে।’

সংশোধিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অধ্যাদেশ ২০২৪ এর খসড়া নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, দপ্তর, বিশ্ববিদ্যালয়, মানবাধিকার কর্মী, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং অংশীজনের মতামত ও পরামর্শ পর্যালোচনা করে খসড়ায় সংযোজন ও পরিমার্জন করেছে।

উল্লেখ্য অন্তর্বর্তী সরকার জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় চালানো গণহত্যা ও বিগত সরকারের ১৬ বছরের শাসনামলে গুমের অভিযোগগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নিয়েছে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে বিচারের কার্যক্রমের প্রাথমিক প্রক্রিয়া শুরু করা হয়েছে। মূলত বিচার নিশ্চিতে আইনটি সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছিল, যা অনুমোদন পেল উপদেষ্টা পরিষদের বৈঠকে।

এর আগে আজ বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ড. মূহম্মদ ইউনূস। শপথ নেয়ার পর প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিয়ে সভাপতিত্ব করেন তিনি।

এএম